অনির্বান, তুমি আসছো?
পারলে একমুঠো আলো এনো সঙ্গে করে.
আমার চার দেওয়ালে রাত্রি জেগে আছে.
তাকে আলোর কাঠি ছুঁয়ে ঘুম পারাবো.


অনির্বান, তুমি আসছো তো?
পারলে একচিলতে আকাশ এনো মুঠোয় ভরে.
আমার চোখে এখন মেঘের ঘনঘটা.
বজ্রগর্ভ মেঘ!
মাধ্যাকর্ষণ তোমার হাতেই আছে.


অনির্বান, তুমি রাস্তায় ?
দেখতো, কোথাও দুফোঁটা বৃষ্টি কুড়িয়ে পাও কিনা.
খরার দেশে বন্যা নিয়ে এসো.
নিয়ে এসো চাতকের দু ফোঁটা বাঁচার রসদ.


অনির্বান, আর কতদূর ?
অপেক্ষারও একটা সীমা আছে.
এই তো দেখতে পাচ্ছি,তুমি রাস্তাতে," ভালো আছো ? "  প্রশ্নের উত্তরে কাওকে উপহার দিচ্ছ পাগল করা হাসি.
এ উপহার তো আমার জন্য তুলে রাখতে পারতে সবটুকু.
এই তো দেখছি, কাওকে দেখে থমকে দাঁড়িয়ে গেলে ! পলকহীন !
মনে মনে প্রশ্ন করলে " কেমন আছ ? "
এ প্রশ্ন আমায় করা যায় না অনির্বান ?
আমি তো কবে থেকে উত্তর সাজিয়ে বসে আছি.


অনির্বান,আমায় সত্যি বলেছ তো ?
এক শরীর জোনাকী পুষে রেখেছি.
আঁচল জুড়ে প্রজাপতির মেলা !
বাতাস গুলো খাঁচায় ভরা
তুমি এলেই ঝড় তুলবে,উড়িয়ে দেবে সব.
তুমি না এলে তাদের কি জবাব দেব,অনির্বান !