সময় ছিল বরাবর সময়েরই হাতে.
অবুঝ আমি পিছু ডাকলাম কি আর হলো তাতে.
হাত বাড়িয়ে বললাম," আয়,চলনা একটু খেলি "
সে বললো," পাগলি রে তুই এখন সময় পেলি ! "
সেই তো,জীবন খানা বইতে বইতে একটু সময় পেলাম.
তাই তো হঠাত্ মোড় ঘুরিয়ে তোর পাড়া তে এলাম.
কোথায় আসন পেতে বসতে দিবি,মনডা দিবি হাতে.
তা না,কেবল দম দিচ্ছিস বিশ্রী ঘড়ি টাতে.
আয় না,দুজন একটু খেলি চু কিত্কিত খেলা.
তুই বলছিস নেই যে সময়,এখন সন্ধ্যা বেলা.
হোক না সন্ধ্যে,তাতে কি হয়েছে দোষ.
আয়না একটু সময় নিয়ে বুকের পাশে বোস.
দেখনা ছুঁয়ে কতখানি বয়েস গেছে বেড়ে.
দেখনা ছুঁয়ে কেমন আছি সময় তোকে ছেড়ে.