ফুটেছিল কতো ফুল,আলো শত শত
তোমার আসার পথে করে মাথা নত.
চাঁদ ছিলো জোছনায় হয়ে মায়াময়.
মন শুধু বলছিল কি জানি কি হয়!
তুমি কি ডেখেছিলে প্রিয় একবার ?
দেখেছিলে?জানলায় বসন্ত বাহার?
শুকনো পাতার পরে ছায়া টুকু ফেলে,
তবু কিছু বললেনা! তবু চলে গেলে!


বাতাস তো ডেকেছিল,ছুটেছিল পিছু.
এতো অভিমান! তুমি শুনলেনা কিছু !
কেন তুমি বললেনা ফিরবো আবার.
কেন মান রাখলেনা তোমার প্রিয়ার ?
অনেক তো কথা ছিলো বলবার মতো.
অনেক স্বপ্ন ছিলো,দেখিয়েছ যতো.
স্বপ্নের ঘোর কেটে দেখি চোখ মেলে.
ঝরা পাতা পড়ে আছে.তুমি চলে গেলে.


তখন সময় ছিল,আজ বুঝি নেই ?
তবে কেনো বলেছিলে তুমি ফিরবেই.
এক বুক আশা নিয়ে পার হলো রাত.
সবুজ সকাল এলো বাড়িয়ে দু হাত.
শীতের কাঁপন ছেড়ে পলাশ এলো
বরফ শীতল দেহ আগুন পেলো.
সে আগুন নিভে গেলো শিশিরের নীলে.
পলাশের রঙ নিয়ে তুমি চলে গেলে.