ইতিহাস :
ছয়-সাত এর বিছানায়,
দুশ বছরের স্বাধীনতা সংগ্রাম,
স্বার্থরক্ষার সন্ধি.
বিশ্বযুদ্ধের সিকোয়েল, একাত্তরের মুক্তিযুদ্ধ, ছিয়াত্তরের মন্বন্তর.
আবার কখনো নিছকই সত্যজিতের " শতরঞ্জ কে খিলাড়ী "
বিনা বাক্য ব্যয়ে শুধু খেলে যাওয়া.


সময় লিখে চলে সম্পর্কের বিচিত্র ইতিহাস চার দেওয়ালে.


ভূগোল :
আহ্নিক বার্ষিক গতির যুগলবন্দীতে থমথমে আকাশে থাকে বৃষ্টির পূর্বাভাষ.
কোথাও গগনভেদী পর্বতের অহংকার,কোথাও অন্তঃসলিলা নদীর ফল্গুধারা.
বর্ণ,ইচ্ছা,স্বপ্ন, চেতনার বৈচিত্র‍্যে চলে ঐক্যের সন্ধান.


অবশেষে নদী তার আঁকাবাঁকা গতিপথ ফেলে,সকল সঞ্চয় নিয়ে অথৈ সাগরে এসে মেলে.


গণিত :
জীবন নামক অঙ্ক কষার খাতায়
প্রতিনিয়ত চলে সুদকষা আর লাভ-ক্ষতির অনুশীলন.
সিঁড়ি ভাঙতে ভাঙ্গতে কখনো ভেঙ্গে পড়ে চাওয়া পাওয়ার সরলরৈখিক দেয়াল.
বামপক্ষ ডানপক্ষ মেলাবার বেহায়া প্রয়াস চলে,সমীকরণ সেই ঘুরে ফিরে এক.
শুধু অজানা রাশি x আর y এর খেলা
সবটাই আসলে ধরে নিতে হয়.


অতঃপর অনন্তকাল ধরে ত্রিভুজ,চতুর্ভুজ,রোম্বোস,ট্রাপিজিয়াম,পিরামিড ঘেঁটে বোঝা যায় সম্পর্ক গুলো আসলে গোলাকার,একেবারে নিরেট 'শূন্য'