ক্ষয়িষ্ণু এই সমাজটাতে,সহিষ্ণুতা বেচে খাই.
সহিষ্ণুতা মাথায় দি, সহিষ্ণুতা গায়ে মাখি.
সহিষ্ণুতা যত্ন করে,আলমারিতে গুছিয়ে রাখি.
সহিষ্ণুতার চর্চা করি, খরচা করি সহিষ্ণুতাই.


রক্তমাংসে দলা পাকিয়ে বস্ত্রহীনা পথের পাশে.
ধুঁকছে তবু মরছেনা,পুলিশ কিছু করছেনা.
সহিষ্ণুতার চশমা আঁটা,চোখেও কিছু পড়ছেনা.
আমরা চতুষ্পদী সহিষ্ণুতায়,গিলি তা গোগ্রাসে.


গরু খেলে মরতেই হবে,এটাই ধর্ম কথা!
ওরা বড়ই মননশীল,বিধর্মী তাই মরণশীল.
পুরস্কারও ফেরত গেলো,প্রাপকরা সব সহনশীল.
শিলা চেপে বুকে,আমরা দেখাই সহিষ্ণুতা.


ডানের জয়ের ঢাকে পড়ে বামপক্ষের কাঠি.
"ওরা হাভাতের দল, আমরা আসল বল."
অকালমৃত ছাত্র বোঝে এটা বিরোধীর কল.
আমরা বুঝি সহিষ্ণুতা,এটাই আসল লাঠি.