আমি বোধহয় সবার মত সিদ্ধ কবি নই.
ভাবের ঘরে বন্ধ দ্বার.অসংযত ছন্দকার.
পালক পরে কবির ভিড়ে কবির মতো হই.
কেবল কবির মতো,কোনমতেই সিদ্ধ কবি নই.


ইচ্ছে করে পদ্য লিখি,সখের দোহাই দিয়ে.
সখ যে বালাই,বুঝি না তাই
কবিতা নামক বস্তু খানি সৃষ্টি কি কি নিয়ে.
ইচ্ছে হলেই কাব্য লিখি,স্বভাব কবি হয়ে.


অনেক কিছু জানার আছে,বোঝার আরো কতো.
কাব্য পাগল মন,আমার কথা শোন.
কবি কবি ভাব দেখালে হয়যে কবির মতো.
অ-কবি তুই কবি কবি ভাব দেখাবি কতো?