বহুতল জঙ্গলে মাঝরাত.
শহরের বুক চিরে জেগে থাকে অজগর-
ঝিম ধরা সভ্যতা.
কালো ধোঁয়া চোখে মুখে,কংক্রিট অজগর.
পোড়া পেট্রোল শুঁকে দিন রাত হাঁসফাঁস
ভারী ভারী চাকাগুলো শুষে নেয় নির্যাস.
ঠিক এর তলাতে.
রুগ্ন ঝুপড়ি বাসী রাতের নৌকো বায়.
নিশ্বাসে জীবাণু ভরা.
বেকার পিত্ত রস.একা শুয়ে কাতরায়.
তবুও স্বপ্ন দেখে এক্ষুনি ভোর হবে.
সভ্যতা ঘুম ভেঙ্গে উঠে যাবে কলরবে.
একটা হোন্ডা সিটি.
আঁকা বাঁকা সাপ ,তার একপাশে দাঁড়িয়ে.
কে যেন অন্ধকারে
দ্রুতবেগে ছুটে যায়,সব কিছু ছাড়িয়ে.
বেপরোয়া চাকা, গায়ে অ্যালকোহলের দাগ.
মরা কংক্রিট পেলো লাল রক্তের স্বাদ !
পুলিশের লাল বাতি,ছোটাছুটি সারা রাত.
শুধু একা সেই জানে, হত্যা না অপঘাত!


একধারে রুগ্ন প্রান আশা রাখে সুদিনের
একধারে কিছু লোক খোঁজ করে কফিনের.
বিনিদ্র ফ্লাইওভার,এতো ভীড়ে একা সে
একটাও তারা নেই,মেঘ জমা আকাশে.