তোমার হাতের চিরাচরিত শীতল ছোঁয়া-
দেখতে দেখতে আমার শরীর বিষাদ ছুঁলো
দেখতে দেখতে আধখানা চাঁদ আকাশ পটে-
আবাসনের দেওয়াল ঘেঁসে মিলিয়ে গেলো !
মিলিয়ে গেলো,ফুরিয়ে গেলো জমানো আঁচ এক নিমেষেই
মুঠোর ভিতর চাদর,নাকি ছাই ধরেছি!
উষ্ণতা দাও,উষ্ণতা দাও,একটু বাঁচি


চোখের কোনে শুকনো জল
আঁকলো ব্যথার জলছবি-
ছবি হয়েই স্মৃতির পাতা হালকা হাওয়ায় উড়ছিল
মনের মাঝে প্রশ্ন জাগে " সেসব সেদিন ভুল ছিল ? "
ভুল ছিল না,ভুল ছিল না,আজও কিছু সঠিক নয়.
তবুও এই হিমেল রাতে ভুলের বোঝা বইতে হয়.
ক্লান্ত শরীর ওপাশ ফেরে
কান্না-হাসি,মান-অভিমান যাত্রা শেষে
আমার চলে নিশিযাপন অসম্ভবের দুয়ার ঘেঁসে