ঠোঙ্গা ভর্তি বাদামভাজা চিবিয়ে খায়  প্রেমের যত রস।
আমি বসে বসে নখ চিবিয়ে মন ভরাই।
বাবা বলে " তোর বয়সে জল চিবিয়ে খেতাম।"
আমি রোজ সকালে ছোলা চিবিয়ে বুকের ছাতি বাড়াবার চেষ্টা করি,
কিন্তু ওরা বলে মাঠ পেরোতে ছাতি নয়,পাতি চাই!
ফুটপাতে কেনা সস্তা টাই চিবাই রিসেপশনের গদি আঁটা চেয়ারে,আর খানিক বাদে চশমার ওপারের চোখ দুটো চিবিয়ে খায় এ বেকারের জমাপুঁজি !
মায়ের চোখের জল দিয়ে এক ঢোঁকে  গিলে ফেলি সব অপমান।
জাবরকাটা প্রাণীটাও হার মেনে যায়!
রাতের রাস্তার কুকুর গুলোও দাঁত খিঁচিয়ে তাড়া করে,পালিয়ে বাঁচি !
ওরা সুকতলা ছেঁড়া জুতো চিবিয়ে খায়।
আধখানা চাঁদটা কে চিবিয়ে খেলো !
খোলা জানলার পাশে রাত বয়ে যায়-
ঘুন পোকায় খাট খাচ্ছে,পাশ ফিরতে গেলেই জানান দেয়।
জমানো প্রোটিন স্বপ্ন খেয়ে যায়-
গোটানো চাদরে থাকে ব্যর্থতার ছাপ।
রক্ত চিবিয়ে খাওয়া এ সমাজে বেকার হওয়া পাপ !