অতঃপর মনকেমনের দরজা ঠেলে,
আততায়ীর মতো ঢুকে পড়া একটা আস্ত দিন-
তোমায় দিলাম ।
খেজুর গুড়ের গন্ধে মাখা উষ্ণ দুপুর,
শীতলপাটির আদর মাখা আলসে ছোঁয়ায়-
তোমায় দিলাম হারিয়ে যাওয়া একলা নূপুর ।
আকাশ তুমি উথাল পাথাল বৃষ্টি এনো ।
ভাসিয়ে দেবো ঋতুমতীর জমানো সুখ । ।
অসময়ের বৃষ্টি হয়ে পড়ব ঝরে-
দেখবে তুমি আধেক ভেজা উষ্ণ চিবুক ।
তোমায় দেবো জমানো রাত,দিনের পাহাড়-
অগোছালো এলোমেলো ভাবনা যত,
ফুরিয়ে যাবে তোমায় ছুঁয়েই,স্বপ্ন আমার-
মিলিয়ে যাবে আকাশ গাঙ্গে নদীর মত ।
তোমায় দিলাম এমনই এক মুখচোরা মন ।
তল পাবে না,তলিয়ে যাবে খুঁজতে গিয়ে,
কাজ থাকে না কিছুই আমার অন্য দিনে ।
আজ ভেবেছি ব্যস্ত হবো তোমায় নিয়ে । ।