চাদরের ভাঁজে রাখা ফেব্রয়ারী মাস
আরো কত অনাদর পেলে,
শুকনো গোলাপ বলে ফিরে যাই চল-
আবার বর্ণ চিনি দুজনায় মিলে ।
উল-কাঁটা বিঁধে আছে বুকের কোথাও
সযত্নে,তবুও তো খোঁচা দিয়ে যায় ।
স্মৃতি শুধু হাতড়ায় নরম দুপুর,
হাতে বোনা স্বপ্নেরা মাটিতে গড়ায় ।
ব্যাগিসের হাতে রাখা উষ্ণতা যত-
হিমযুগে ফিরে গেছে,স্ফটিক সময়-
রাতজাগা তারাদের উত্তাপ নিয়ে,
বরফ পাহাড় ভেঙ্গে মেরু পার হয় ।
আজও তো ডালিয়া ফোটে,রঙিন বাগানে-
বসন্ত বাসা বাঁধে বেওয়ারিশ ডালে ।
বন্ধ্যা কোকিল,তবু সময়ের দাবি!
কুহু ডাকে ভরে দেয় আপন খেয়ালে।
ঝাঁকড়া পলাশ গাছ,পাঁচিলের পাশে,
চুপিচুপি বলেছিল,দোল খেলি আয় ।
আজ দেখি ন্যাড়া মাথা নুয়ে পড়ে আছে,
দেওয়াললিখন ভরা পাঁচিলের গায়।
এক মাঘে যায়না শীত,আবারও সে আসে ।
হাজার বসন্ত এসে মাথা কুটে মরে-
ভালোবাসা চলে গেলে ফেরে কি আবার?
গোলাপ কি রং পায় খাতার ভেতরে?