এপার ওপার,ব্যবধান বলতে মাঝখানে একটা দামী কাঁচ।।
তোমার মুখের সুগন্ধি বাষ্প আর একটা আবছা অভিমান মিলেমিশে এক হয়ে গেলো কাঁচের গায়ে।
আঙ্গুল ছুঁইয়ে তাতেই এঁকে দিলাম 'রূপোলী বিচ্ছেদ'!
ওপারে,এক বুক আকাশ নিয়ে তুমি পা বাড়ালে মেঘের পাশাপশি।
আর আমি ! আঁচল ভরে কুড়িয়ে নিলাম কান্না রাশিরাশি।।
এপারে, নীল আলোদের যখন আস্ত যাবার পালা।
ঠিক তখনই তোমার চোখের তৃপ্তি ছুঁয়ে হাজার খানেক জোনাক এসে ভরিয়ে দিলো ঘর ! !
ছুটতে গিয়ে হোঁচট খেলাম !
তোলপাড় করে বুকের ভেতর, প্রেমিক তোমায় ডাকার সে নাম খুঁজি।
তুমি তখন অনেক দূরে, পথের বাঁকে হয়তো আলগোছে পকেটের রুমাল ছুঁয়ে মুচকি হাসো-
আমার গন্ধ পেলে বুঝি !