প্রিয়তমা,
তুমিই আমার প্রাপ্তি
শত অপ্রাপ্তির মাঝে,
তোমায় খুঁজি শূন্য খাতায়
কবিতার সাজে।


প্রিয়তমা,
তুমি নিদ্রাহীনতার স্বাদ
আমার কফির কাপে চুমুকে
অনিদ্রার তৃপ্তিতে
আমি খুঁজি শুধুই তোমাকে।


প্রিয়তমা,
আমি তোমায় শুনি
নিঃস্তব্ধতার সময়ে,
স্বর্গসুখ খুঁজে পাই আমি
তোমার আমার প্রণয়ে।


প্রিয়তমা,
আমি সকালে তোমায় শুনি
পাখিদের কলরবে,
তোমার মুক্ত চুলের সুগন্ধ পাই
হাসনাহেনার সৌরভে।


প্রিয়তমা,
তুমি যতই দূরে থাকো
তুমি রয়েছো আমার পাশে,
তোমার স্পর্শ খুঁজে পাই
আমায় ছুঁয়ে বয়ে চলা বাতাসে।


প্রিয়তমা,
আমি তোমার জন্য
জেগে থাকি রোজ রাতে
হয়তোবা তুমি আসবে ফিরে
অতঃপর কোনো প্রভাতে।