সেদিন তোমায় দেখে
ভুলে গিয়েছিলাম সব,
জগৎটা যেন থমকে গেছিল সেদিন
শুধু তোমার হাসিটা ছিল জীবন্ত।
যদিও তখন বইছিল
ভীষণ শীত হাওয়া,
তবুও নতুন ফুল ফুটিয়ে
যেন এসে গেছিল বসন্ত।।


তোমার কালো শাড়িটা
যেন ধরেছিল সব রঙ।
তোমার দিকে তাকিয়ে
খুঁজে পেয়েছিলাম তোমায় নতুন করে।
তখন থেকেই বদলে গেছে
আমার প্রতিটা দিন,
স্বপ্ন হয়ে আসো রোজ রাতে
সূর্য হয়ে ওঠো তুমি প্রতি ভোরে।।


তোমার ওই দুটি চোখে
আমি হারিয়ে ফেলেছি পথ
তাও ছুটে যাই আমি
আরও গভীরে হারিয়ে যেতে।
তোমায় জড়িয়ে ধরেছিলাম
ভুলে যেতে যত বেদনা,
ব্যার্থ হওয়া সে চুম্বন
চাচ্ছে তোমায় আবারও কাছে পেতে।।


জানিনা আবার আসবে কবে
সেই সকালের সূর্য
যে সকাল পেরোলে
আমি পাবো তোমার স্পর্শসুখ।
জানিনা আবার কবে
পাবো সে শঙ্কাপূর্ণ চুম্বন,
কবে দুঃখ ভোলার আশা নিয়ে
দেখবো তোমার হাসিমুখ।।


তবে এবার যদি পেতে পারি
সর্বশক্তিতে জড়িয়ে ধরবো তোমায়
তোমার দেহের প্রতিটি প্রান্ত
আমার বাহু করবে অনুভব।
থমকে যাবে এ সময়
চারপাশ যেন হয়ে যাবে নিস্তব্ধ
জগতের সব কোলাহল ছাড়িয়ে
ছেঁয়ে যাবে তোমার নৈঃশব্দের কলরব।।