হৃদয় বিদারক অনুভব হয় কখন জানেন?
"যখন আপনি তার কথা চিন্তা করেন।
প্রচুর  শূন্যতা অনুভব করেন।"
কিন্তু চাইলেই তার সাথে আর কখনো
কথা বলতে পারেন না।


আর এই অভিমান, রাগ, নিরবতা,
আপনাকে এমন এক পর্যায়ে নিয়ে যায়—
যেখান থেকে বেরোনো দুষ্কর হয়ে যায়!!


না আপনি তার সাথে কথা বলতে পারবেন,
না আপনি তার আর কোন কথা শুনতে পারবেন,
যেটা পারবেন সেটা হলো মনের ভিতরেই—
দাফন করে দেয়া এই অনুভূতিটা!


সব হারিয়ে আপনার অবশেষে পড়ে থাকে
একটি মিথ্যা হাসি।
যাতে কেউ বুঝতে না পারে আপনি কতটা
কষ্টে আছেন কতটা যন্ত্রণা পুষেছেন হৃদয় মাঝে।
কতটা দূর্বল হয়ে পড়ছেন সেটা আড়াল করতেই
একটি মিথ্যা হাসি।


তাকে খুব কাছে চাইছেন অথচ সে আপনার
নাগালের বাইরে, আজ হয়তো অন্যকারো!
কিন্তু তার অনুভূতি আপনার মস্তিষ্কে-হৃদয়ে
কব্জা করে রেখেছে।
কতটা ছটফটিয়ে তুলে এই অনুভব তাই না?


এইসব কিছু উপেক্ষা করতে হবে আপনাকে
এগোতে হবে ভিতরে কষ্ট চেপে। আর বাইরে—
একটি মিথ্যা হাসি।