আগুনজ্বলা গহীন নদীতে সুখ খুঁজেছি সুখ
আড়ালে ছিলাম না, কাছেই ছিলাম তোমার,
তুমি রশ্মিযুক্ত হয়ে ছিলে নদী আঁকারে আড়ালে
জানতাম না সে আড়ালে লুকিয়ে ছিল অসুখ।


আমি তো শুধু সুখ খুঁজেছি লাগামহীন হয়ে
তোমার রঙিন রশ্মি আগুন ছিল কে জানতো,
আমিও অজান্তে ডুব দিয়েছি একান্তে খুব
তুমি জ্বালিয়ে দিয়েছ মেঘের মতো ছেয়ে।


ভালোবাসা মানেই তোমার কাছে তাচ্ছিল্য
আগুনের মতো জ্বালানোর নেশা রাখো খুব,
তুমিও পুড়বে সেই কূল-বিহীন নদীর আগুনে
তখন ভেবে যাবে শুধু সেই নদীতে কী মিললো।