এই মেঘ এই বৃষ্টি,
নিছক কেঁড়েছে দৃষ্টি!
এই প্রেম এই অনাদি সৃষ্টি,
এ যেন যুগল প্রেমের'ই সমষ্টি।
কালো মেঘের গতি,
এই যেন চেনা এক রতি!
মেঘের 'পরে মত্ত হবে প্রকৃতি,
বর্ষণ ও প্রকৃতি মিলনে নাই বিরতি।
নীলাভ অম্ভরে কালো,
সহসা অভ্র অশ্রুসিক্ত হলো!
পরক্ষণে বসুধাতে প্রণয় জড়ালো,
অন্তে মায়াতে যেন বর্ষণ প্রেম দাঁড়ালো।