আমি হব!?
আমি কল্লোলিনীর ঢেউয়ের মতো,
অক্লান্ত এক অঙ্গ হব!
সে আছে অনবরত ক্লান্তিহীন যত,
অম্বু তার আছে যেমন, আমিও তেমনি রব।
আমি কল্লোলিনীর ঢেউয়ের মতো,
অক্লান্ত এক অঙ্গ হব।


আমি মৃত্তিকা 'পর শৃঙ্গীর মতো,
অশ্রান্ত এক তনু হব!
স্থির হয়ে দাঁড়িয়ে থাকা শৃঙ্গী যত,
তাদের ন্যায় আমিও রব।
"স্থির হয়ে দাঁড়িয়ে থেকে
উদ্যমী অবিনাশী হব।"
আমি কল্লোলিনীর ঢেউয়ের মতো,
অক্লান্ত এক অঙ্গ হব।


আমি দুরন্ত তুরঙ্গের মতো,
নিরলস এক গাত্র হব!
দুরন্ত তুরগ আছে যত,
আমিও তাদের মতো অনন্ত অদম্য রব।
আমি কল্লোলিনীর ঢেউয়ের মতো,
অক্লান্ত এক অঙ্গ হব।