উল্টো করে ভাবলে এখন
স্মৃতিরা হানা দেবে চোখে,
ছেলে বয়স তো আমারও ছিল
বাবা ছিলেন যে অট্ট দুঃখে।


কিন্তু আমি ছিলাম শালীন
বাবার চোখে ভালো ছেলে,
আমার নিজ সন্তান কেন
আজ নর্দমাতে দিলো ফেলে।


সেই যে এক সময় ছিল সুখে
ভালো বাবার শাসন কড়া,
আজকে কেন সন্তানের সুখে
আমার জীবন পৈতিক খড়া।


বৃদ্ধ আমি সুখ চেয়েছি সামান্য
সন্তান আমায় করেনি নগণ্য,
একটু শাসন ঢেলে দিয়েছি
পুরস্কার পেয়েছি আজ জঘন্য।


বাবা আমি সন্তান ছিলাম ভালো
বাবা হয়ে সব উল্টো হয়ে গেলো,
তুমি ওপারে সুখে থেকো বাবা
পারলে আমায়ও নিয়ে ফেলো।