হে মানবজাতি চেয়ে দেখো
চেয়ে দেখো তোমরা আমায়,
সদ্য জন্মেছি তোমাদের মাঝে
শেষ মুহূর্তের ধ্বনি শুনছি শুধু
তবু বেঁচে আছি মাটির বিছানায়!


আমি কি ভুল করেছি জন্ম নিয়ে?
অবুঝের কান্না কেউ কি শুনে না?
আমিও মানুষ হয়ে বাঁচতে চাই
যারা অবুঝদের বুঝে তাদের মাঝে,
কারণ অমানুষেরা মানুষ দেখে না।


বিধাতার ভুলের মাশুল আমি নই
তারাও নয়, যারা আমার মতো!
আমার মতো বলছি এই জন্য যে
ভালো মানুষের সৃষ্টি কঠিন থেকে,
তাইতো বিধাতার কাছে তারা নতো।


হে বিশ্ব সৃষ্টির মহান করুণাময়
তোমার পুণ্য সৃষ্টির সহাই হও,
আমরা বাঁচতে চাই পৃথিবীতে
এটুকু বুঝি বেঁচে থাকা কারে কয়,
বাঁচার মানে তো মৃত্যু-আলিঙ্গন নয়!