নিত্য নতুন উদয়ন দিবসের
      খালি-ভরা পেটে পরিশ্রান্ত মনুষ্যের
এল ঘুরে আবার একটি দিবস প্রহর,
      আজ যেন খুশিতে বাঁধ ভাঙল নতুনের লহর।


আমির গরিবি ভেদাভেদহীন
       ক্রমিক উচ্চ-নিম্ন বিহীন,
সব মানুষ'ই মাতছে দেখ।
    
        হায় বাঙালি!...


পান্তা ইলিশ আহার করে,
        বছর শেষে; প্রথম বৈশাখে।
এই দিবস টি শেষের পরে,
         তৃপ্তি নেয় যেন আবার মাংস-শাকে।