মাগো আজ আমি প্রতি নিশিতে,
        তারা গুনি-
   বুঝি না কোন খুশিতে।
  মা-মাগো তুমি কোথায়?
  শরীরের প্রত্যঙ্গ আজও
     ব্যথাহত হয়ে উঠে,
  কীটাণু যত শরীরে আছে
লাগে যেন ওরা একলা পেয়ে আমায়
        খাই খুটে-খুটে।


তোমার অনুপস্থিতি তে তাদের কিচ্ছু যাই আসে না,
       তুমি তো জানো...!
তোমারে ছেড়ে হাজার সুখেও-
এই মুখগহ্বরে হাসি ফোটে না।


     মাগো তুমি কোথায়?
তোমার ছেলের দু'নেত্র যেন আজ-
          মরে ব্যথা'ই।।