তোমার সহিতে একই রেখো তারে-
ধরণীতে যেমনি রেখে ছিলে,
পাপ যত কুড়িয়েছে-
সবই যেন ধুয়ে, নূতন-পরিপূর্ণ হয়ে,
তার দ্যুলোক প্রাপ্তকাল মিলে।


প্রভু তুমি সর্বশ্রেষ্ঠ
তুমি পূজনীয়, তুমিই তো কেষ্ট,
রেখো তোমা'রি বান্দার আকুতি,
মানব সে তো অবুঝ, আজ দেখ সে নিষুপ্তি!
তুমি ধাতা, তুমিই লিখেছ প্রভু তার নিয়তি।


"প্রার্থনা" আর বলি কী?


পরিশেষে শুধু বলি,
আজিকার মানব রে কিঞ্চিৎ দান করো-
তোমারে বুঝিবার শক্তি।।