ধরণী মোর প্রেম নগরী!
       বারিধর এর চলছে প্রেম
ছুটে আসা ঐ বৃষ্টিজলে,
       মেঘেরা ঘেষে করছে প্রেম
নীল রঙিন ঐ গগন তলে,
       মৌমাছিদের জুঁটছে প্রেম
সাদা-কালো নানান ফুলে,
       প্রাসাদকূট জোড়া মিলে
পবন নীড়ে ভেসে চলে।


       নিশিতে দেখ চলছে প্রেম
ছোট্ট সুধাকর আর গগনের,
       ইতিহাসটা না বদলানো
শেষ নেই যেন এই ভ্রমণের।


       ভোর প্রভাতে শিশিরজল
প্রেম করে যাই ঘাসের সনে,
       ঝমঝমিয়ে প্রেম করে খগ
কিচিরমিচির শব্দে রণে।
       মাটির বুকে বৃক্ষাদি-
এই প্রেমের যে নেই সমাধি।
       বাঁধা নেইকো এই প্রেমেতে
নেই যে কোন প্রহরী,
       এইতো মোদের বিশাল ভুবন-
আমাদেরই প্রেম নগরী।