হে প্রিয় তোমার মাঝে আমার নিয়তি
    প্রতিনিয়ত শিখছি তোমার ধারা,
        আজ মন কৌতুহল-
           লিখতে তোমার মতন, বিবেক তুমি দাও সাড়া।
তোমার লিখাই কাব্যজগৎ খুঁজে পাই
    তবু দিতে পারিনা ছন্দ তোমার মতন,
        যতসব লিখেছি-
            তার সবিই হইত ছন্দপতন।
তবু যেন মন মানতে চাই না বারণ
    কেন জানি উসকে-উসকে তুলে ক্ষণ,
        বলে! নিজের মত লিখে চল-
            একদিন জুড়বে লিখা তোর প্রিয় কবির মতন।
নির্বাক হয়ে শুনি মনের আহ্লাদ তখন
   জানিনা লিখব কবে প্রিয় কবির মতন,
       প্রিয়'রে যেমন দিয়েছে-
           আমায় ও কি দিবে কাব্যরস উপহার এই ধারণ।
সুখে যেন বেদনা ভরা আমার
   স্বপ্ন গুলো আজ ছিঁড়ে ছারখার,
      তবু হে প্রিয় কবি-
         তোমাই নিরন্তর ভাবি।
একটু তোমার ছোঁয়া পেতে, নির্বাক হয়ে-
      মনের মাঝে শুধু তোমার ছবি আঁকি।