সরু বাঁশের চিকন বাঁশি
নদীর ধারে একলা বসে হাতে-মুখে ছুঁই,
বাউলা মনে ভেবে বাঁজায় বাঁশি
সখী কোথায় আমার তুই?
কখনো বা রাস্তায় চলি
গামছা কাঁধেচাপা,
হিয়ার লাগি ফুল-স্বরে গায়
প্রেমের দোলনচাঁপা।
এই দরিয়ার দু'কূল খুঁজি
প্রেমের শব্দ সাজাই,
আমি খুঁজতে-খুঁজতে চুল পাকাইলাম
শব্দ পাইলাম, তোরে খুঁজে না পাই।
ময়লা জামা ছেঁড়া লুঙ্গি
আমার অঙ্গে জুড়ে গন্ধে মাতে,
পথিক আমি তোর খোঁজে
জীবন ভুলিলাম এই ধরা'তে।
বাউলা মনের ভাবুক হয়ে
ঘুরছি সারা দেশে, পাগলেরও বেশে,
এখনো কেন খুঁজে পাইনি তোরে
এই রঙিলা প্রদেশে?
পাবো কি, না পাবো সখীরে,
বুঝতে পারি না,
চটীর তলা ক্ষয় হয়েছে, বৃদ্ধ আমি বেশ,
এতো কষ্ট; তবু খুঁজছি সারাদেশ।