তুমিহীনা কাঁটে না সময়
আবার তবুও কেঁটে যায়
হঠাৎ মনে পড়ে তোমার
কাছে যাওয়া তো বারণ,
তুমিহীনা তো ভালো নেই
আবার খুব ভালো আছি
অভিমানী তবু তোমার হৃদয়ে
আমার সদা বিচরণ।


তোমার ভালোবাসার আবরণ
মাখালে যেথা অন্যত্র
আমিও নিঃশব্দে যেতে দিয়েছি
সেথা দেখেনি নেত্র,
বিশ্বাস করো আমি তোমাতে
বিচরণ করতে চেয়েছি
তুমি খুঁজো উপভোগের ক্ষেত্র
বিলিয়ে বেড়াও সর্বত্র।


ভালোই আছি ভালো থেকো
প্রণয়ে আগলে রেখো
সব ভালোবাসায় খুত খুঁজো না
মানিয়ে নিতে শিখো,
তোমার ভালোবাসা পাবে বহুজন,
আমি তা পারি না
সময় হলে হৃদয়ের কাছাকাছি
আমাকে একটু দেখো।


খুঁজে যদি পাও পেতেও পারো
ভালোবাসায় ভরা মুখ
যেখানে যাও জড়িয়ে থাকুক
আমার এক চিলতে সুখ।


উপহাস নয় বিভীষিকাময়
তোমার লিখে যাওয়া গল্পে
প্রচুর চাওয়া ছিলো না আমার
চেয়েছি কিছুটা-অল্পে,
তোমার দেওয়া দামী উপহার
বক্ষ তলে ঝড় যে তোলে
এমন উপহার কেউ যেন না পাই
দিন-মাস অথবা কল্পে।