আজকের এই চিরবিদায় মুহূর্তে
অভিনন্দন মাদল বাঁজাতে চায়,
যাবে যদি যাও বাধা দেবো, নাতো!
শুধু পূর্ব অনুভূতি গুলো বলে যায়।
সেসব কি তবে মিত্যে ছিল জীবনে?
যে সকল তুমি বলেছিলে প্রতিক্ষণে—
জড়িয়ে ছিলাম আমি তোমার নয়নে,
মুখগহ্বর থেকে বর্জিত সকল চয়নে,
মিশ্রিত নিশি যেমন দেখায় গগনে,
নিদ্রিত তোমার দু’চোখের স্বপনে।


একথা আজ মূল্যহীন তোমার মনে
নিয়েছ বিদায় তুমি সকল স্মৃতি ভুলে,
আমারে যে বাহুডোর বন্ধী করেছিলে
সে বাঁধন দিয়েছি আজ আমি খুলে।
আমি একলা নই, তিমির সঙ্গে রবে,
বিদায় দিলাম, যাও কাঁদিয়ে, যাও চলে।