গোলাপ-পাপড়ি ঠোট তোমার
                লাজুক-হরিণী চোখ,
    শ্যামল বরণ গায়ের রঙ—
          আমার কাঁপিয়ে তোলে বুক।


     চাঁদ সদৃশ ঐ মুখের হাসি
                   জটিল চিকুরজাল,
   তিমিরে অজস্র তারার রাশি
               ওই রুপের অঙ্গে মাতাল।


         অবনীরে তুমি হার মানিয়ে
                  ফোঁটাও লোহিত রঙ্গন,
         সর্ব যোষা'র সেরা হয়ে
                  কিইবা রইলো আর বর্ণন।