সত্যি আমার প্রেম জেগেছিল
তোমার ছড়ানো হৃদয় বিলে,
তাইতো সেথা খুঁজেছি অতীত
প্রেম মহাশয়; আমি মিলে।


ভেবেছি শুধু পেয়ে যায় যদি
আবার মধুর অতীত ফিরে,
বুনবো নতুন প্রেমের বীজ
ওরা বাড়বে ধীরে; ধীরে।


খুঁজেছি অনেক বুঝেছি শেষে
পাবো না অতীত সেই বিলে,
ডুবে গেছে সব তাই কলরব
প্রেম মহাশয়; আমি মিলে।


এই ক্ষণে শুধু বিরহ উৎসব
যাপিত করছি দু’জন তিলে’
অনর্থক অতীত খুঁজেছি বিলে
প্রেম মহাশয়; আমি মিলে।