হে বঙ্গ দেশ    
      ছিলে-আছো-থাকবে তুমি বেশ;
আজকেও যেন সোনায় মোড়া তোমার রেশ!


বুকে তোমার যবে পা রেখেছিলাম
              বুঝি নাই আমি কী পেলাম,
এ ক্ষণে যত বয়ে চলে সময়;
   তোমারে ছেড়ে যাওয়ার কষ্ট মেনে নিলাম।
          ইচ্ছে ছিল না, তবু মেনে নিলাম।


সুন্দর দেহ জুড়ে
           কত না সুন্দর তোমার বিস্তার;
এ মোহ ছেড়ে কি কেও পাবে বলো নিস্তার?


প্রভাতে জেগেছ সূর্য কিরণে
                মনের গহীন, অন্তরে-প্রাণে;
পাখির কলকলানি, সোনা রোদের ঝলঝলানি!
               কী মধুর সে ক্ষণের বিবরণী।


হে বঙ্গ দেশ
              তোমার কোলে জন্মেছি যখন;
ইচ্ছে খুবই, তোমার কোলে যেন হই নিঃশেষ!
হে বঙ্গ দেশ
    আমার চোখে সকল দেশের সেরা তুমি,
তুমি মোর মনমাতানো উদার মাতৃভূমি।