হেমন্তের প্রভাত- শীতের পূর্বাভাস!
আকাশের জলধর থেকে—
বিন্দু-বিন্দু শিশিরজল পড়ছে।
শীতের আবাস মৃদু করে—
সোনারোদে জড়িয়ে আছে।
শিশিরজলের উপস্থিতি পথের ধারে
দূর্বাঘাস এর উপর বিস্তৃত হয়ে রয়েছে।
আঙিনা জুড়ে 'বড়-ছোট সব
ছাতিম গাছের পাতা শিশিরে ভেজা,
ছাতিম গাছের প্রত্যেক ফুলে
হেমন্ত ছেড়ে শীতের আগমনী বার্তা।'
প্রভাতকিরণ আরো মোহনিয়া করে
ছাতিম ফুলে ভোঁ-ভোঁ করছে ভোমরা!
উঁচু গাছের ডালে কিচিরমিচির—
কলরব তুলছে হেমন্তের পাখি।
'পুষ্প নিয়ে রাঙিয়ে হেমন্ত—
বীরুৎঃ অতসী, বৃক্ষঃ ছাতিম!'
শীতের পূর্বাভাস- হেমন্তের অন্তিম।