"আঘাত যদি সীমা অতিক্রম করে
সেটা হয়ে দাঁড়ায় অবমাননা!
বলেছিলো—প্রিয় কাজী নজরুল "
আমি তাই বলছি প্রিয়া!
চলছো তুমি চলছি আমি
এভাবেই চলুক না।
ফের কেন থেকে থেকে আকষ্মাত
ঢেলে যাও বিষ; তুমি তো অবুঝ না।
ক্ষতে যত পড়ে লবনের ছিঁটা
জ্বালা বেড়ে যায় খুব!
বলছি তোমায় সুখেই থাকো
আমার হৃদয়-জ্বলা অসুখ।।