স্রষ্টা তোমার কত ভেদহীন স্রষ্টাতত্ত্ব
আকাশ-পাতাল, জুড়ে আছো মর্ত,
আমি যদি এই ভুবনে ‘একজন’ ব্যর্থ
প্রশ্ন আমার- তুমি কি সত্যি নিঃস্বার্থ?।


না!...


তুমি আসলে নিঃস্বার্থ কখনো নয়
অন্যের কর্ম ভোগের আশা তোমার,
সহস্র অসহায় মানব যে শিকার হয়
মতলবি; তোমার ভোগের উচ্চ চূড়া’র।


তবে প্রতিজ্ঞা অথবা পণ নিলাম!
‘যদি নিঃস্বার্থ তবে সুদৃষ্টি করো দান,
লিখে রাখবো অলিকে তোমার নাম।
শুধু নাম!’ জীবনও না হয় দিলাম।
দিলাম আমার হতে প্রাপ্য সম্মান।