দূর-বহুদূর ফেলে এসেছি
কবে যেনো তোমার ছায়া,
আজ এই রাতে পড়ছে মনে
কী ভীষণ সেই তোমার মায়া!


তোমায় ভেবে ঠোঁটের কোণে
লুকিয়ে থাকতো একটু হাসি,
আজ বড্ড তোমায় পড়ছে মনে
কবিতা; তোমায় ভালোবাসি।


তোমার ছবি তোমার প্রকৃতি
বহুকাল থেকেছিলো নির্বাসনে,
হঠাৎ হৃদয়মাঝে বাঁজছে-মাদল
চাই যে তোমায় আবার প্রাণে।