তুই স্বাধীন; মূলকথা!
কলঙ্কিনী বলে তোর যত ব্যথা।
তবু তুই মুক্ত; দেবতার গগন নীড়ে,
জ্যোৎস্না নামের হাজারো প্রহরী' ভীরে।
কলঙ্কিনী সদৃশ তোর পূর্ণ দাগ
তবু কেন সদা থাকিস নির্বাক?
সহস্র প্রাণের কেন তুই এত প্রিয়?
এতো দেবতার দান; তাইতো তুই পূজনীয়।