তোমার অজস্র অপরাধ ক্ষমার যোগ্য ছিলো
শেষেরটা শুধু নয়,
আমার জগৎ জুড়ে থাকা স্বপ্নরা হারিয়ে গেলো
বিয়োগে কষ্ট হয়।
তোমার ইচ্ছেরা সব আঁড়াল ছিলো
সুখের চাহিদায়,
আমার ইচ্ছেগুলো আজ কষ্ট পেলো
তোমার ছলনায়।


তোমার লুকিয়ে রাখা সব ইচ্ছেগুলো—
প্রকাশ হলো আজ,
আমার আনকোরা প্রেম লজ্জিত হলো
যেথা শঠতা'র নিবাস।
তোমার আকাশ ছুঁতে ব্যার্থ হলাম
জানিনা কার দোষে,
আমার আকাশ ছড়িয়ে দিলাম
কষ্টের আবেশে।


তোমার লোক দেখানো মিছে কষ্ট গড়িয়ে পড়ে
যেন চোখের জলে,
আমার কষ্ট লুকায়িত থাকুক নীরব-স্বরে—
মিথ্যা হাসির ছলে।