মোর স্বপ্নের আবাসস্থল...!
এখানে নেই এতটুকু সুখ,
নেই কোন নূতনত্ব-
পুরাতন যত; সবই হয়তো চেনা মুখ।


প্রতিনিয়ত খুঁজি আমি; খুঁজি একাকি-
যেথা'ই লহরী উঠবে মোর কুন্তল,
বিশুদ্ধতা খুঁজি গন্ধবহে-
এইতো আমার মনে আঁকা আবাসস্থল।


ছাড়তে পারি না পুরাতনী,
আবাসস্থল এ আসিবে-
আশাবাদী রইলাম নূতন কামিনী।