কিছু কথা হৃদয়ে জমে থাকে
আর কিছু থেকে যায় ভাবনায়,
এমন কিছু কথা না বলার ফাঁকে
বলা হয়ে যায় চিরচেনা নিরালায়।


কিছু স্বপ্ন অজান্তে চোখে এসে
জুড়ে যায় বিশাল কোমলতায়,
আর কিছু স্বপ্নরা হৃদয়ের কার্নিশে
গিজগিজ করে শুধু জটিলতায়।


বিশাল আকাশে দেখেছি আমি
অপরূপ গোলাকার চাঁদের মহিমা,
ঐ চাঁদের মতো গোল মুখপানে তুমি
যেন সাজানো কোন সুন্দর প্রতিমা।


এতো সব কলরব তোমায় ভেবে
ভালোবাসি বলে দাও শুধু ব্যথা!
যাবো বহুদূর ছেড়ে প্রেমের সুর
সেদিন বুঝে নিও না বলা সব কথা।


কিছু কথা হৃদয়ে জমে থাকে
আর কিছু থেকে যায় ভাবনায়,
এমন কিছু কথা না বলার ফাঁকে
বলা হয়ে যায় চিরচেনা নিরালায়।