মৃত্তিকা হইতে গজ-গজ-শত মাইল দূরের পথ,
যতই কর আকুতি' পারিবে না পেরুতে এই অর্ণব।
উচ্চ কর শির দেখিবে তাহাতে সহস্র বসতি,
নিশিতে তারা চলিয়া বেড়াই দিবাতে নিষুপ্তি।
মৃত্তিকা পানে দেখিবে যাহা,
ওপারে কভু নাহি্ আছে তাহা।
যত কলহ যত বিবাদ সবি আছে এই মৃত্তিকা'ই,
ঐ কূলে তাহার সবি বিপরীত; ওরা মিশ্রিত সহসা'ই।
স্বচক্ষে দেখিবে তুমি সহস্র-মাইল দূরের ঐ নভোঃ
তাহারে ছুঁইবার শক্তি তোমারে দেইনি এই ভব'।