হৃদয়ের সিন্ধুক ভর্তি হলো
একরাশ যাতনায়,
পরিশেষে বুঝাতে চাও বুঝি
চলেছি করুণায়!?
বলেই দিলাম অদেখাতে
ভাবনা তোমার মিথ্যে,
অতীতে যখন পাওনি তখন
পাবে কি এই চিত্রে!?


ছলছল সুরে নেচেছিলো যবে
অচেনা এক সুর,
কলতান উঠেছিলো সুমধুর
অচিন প্রেমের টানে!
তোমারেই যেচেছি হৃদয় দুয়ারের
মহারাণী পদ!
সেথাও হারিয়ে দিলে আমারে
আবেশ ভরা ম্লানে।


মোর হৃদয়ও দিয়েছি তোমার—
চর্চা মাখাবো বলে
কতকাল তুমি যত্নে রাখলে
করোনি পাঠাভ্যাস!
সহসা যেনো অনুজ্জ্বলে ছোঁয়ালে
সিক্ত অপলাপে,
গুপ্ত প্রেমে যুক্ত হয়ে—
ভালোবাসায় করিলে শেষ।