দূর্বাঘাস যেমন শিশিরে ভেঁজা, ‘খাটি মেঘের জল’
তার চেয়ে তো খাঁটি আজো আমার প্রেমের বল্।
তবুও কেন ছিঁড়ে যেতে হবে শক্ত প্রেমের শিকল?
তুমি যাই চাও তাই দিয়ে যাবো! ‘আছে মনোবল’।
হয়ত আজো বেঁচে আছি আমি, এতো বিধাতার করুণা!
বাঁচবো না আর বেশিদিন জানি- ছাড়বো দুনিয়া।


ওপাড় যদি দ্বার খুলে দেয়- ‘ঈশ্বর দর্শন স্বরূপ’!
আমার অদৃশ্য প্রেম, ভাবনাতে তুমি আগলে রেখে দিও,
মিনতি রবে বিধাতার কাছে পুনর্জন্মে মিলনের! তখন-
এই জন্মে না পাওয়া সেই অপূর্ণ প্রেম- ‘পূর্ণ করে নিও’!


কেঁটে যাওয়া শত বিগত দিবসের প্রেমে ফাটল ধরে যদি
সেদিন বুঝে নিও- ‘আমার পূর্ণ প্রেমের খামতি রয়েছিল’
আকাশের দিকে তাকিয়ে মৃত্তিকা মাঝে গড়ে তোলা-
প্রেমের শৃঙ্গী, ‘একটু অবহেলাই চিরতরে ফাটল ধরেছিল’।
বিদায়বেলার সময়ে শুধু একটুখানি বলে যাবো তাই,
অপূর্ণ প্রেমে ফাটল ধরা সেই প্রেমেন্দ্র! আজ চিরমুক্তি চাই।