বহু দিয়েছ তুমি পর-পুরুষেরে
আমি এতো বেশি চাইনি রমণী,
চেয়েছি শুধু; বধূ বেসে রবে আমার ঘরে।
কিন্তু তুমি উজাড় করেই যাচ্ছো দেহ—
অচিন পুরুষের বাহুডোর আঁকড়ে ধরে।
দেহ উজাড় করেছ শুধু;
হৃদয় খানি তোমার অন্যত্র বন্ধী করে।


বিশ্বাস করো এতো বেশি চাইনি,
একটু ভালোবাসা, একটু পরিচর্যা চেয়েছি।
প্রেমের পরিচর্যা ক'জনে করতে পারে?
একজন অচিন পুরুষকে চিনে নিতে পারো।
আজ দেখো তোমার চারিপাশে কত অচিন পুরুষ।


তফাৎ তো আছেই!
ওরা তোমায় ভালোবাসতে জানবে না কোনদিন।
যেভাবে আমি ভালোবেসে যাচ্ছি, যাবো।


তুমি পতিতা হলেও প্রথম প্রেমিকা আমার
সুখী থেকো; আমি না-হয় ভুলেই যাবো দুঃস্বপ্ন ভেবে।
সেদিনও চাইনি আমি তোমার দেহ,
আজ না-হয় ভুলেই যাবো সেই প্রেমের মোহ।