স্বরণে আছে আজো, প্রেমে ডুবে আমি কিছু করিয়াছিলাম অর্জন;
মূহুর্তেই সব জলাঞ্জলি দিয়ে করিয়াছি বিসর্জন!
মনে পরে আজো এই চৈত্রের প্রহরে; সেদিনও ছিল চৈত্র মাস,
আজি আমি করিতাছি এহন' আমার স্বপ্ন ধরণীতে বাস।
অঘোর নিদ্রাই ভাবিতেছিলুম সেই রুপকণ্ঠীনির কথা,
আজো মনে পরে তার তীব্র কণ্ঠ; সেদিন দিয়াছিল যত ব্যথা।
লুটাইয়ে ছিলুম সেদিন যত প্রেম আমার সর্বস্য—
তবু কেন সে ডুবাইয়ে সবই, করিলো মোরে নিস্ব।


নাহি থাকিলো আর আমার তরে, তারে কিছু কহিবার।


ঊর্ধে ছিল যত প্রেম বার্তা, বলিয়াছি আমি তারে সবই তা!
তবু জানা নেই কেন ছিলুম আমি তার এত নিক্রিষ্টের, মূলে!
হইতবা কিছু নিম্নের প্রেমো-বাণী রয়েছিল সেদিন ঝুলে।
ওগো! রুপকণ্ঠীনি আমি শোন গো বলি তোমারে,
ভেবেছিলে হইতো তুমি!?
ভালোবাসি সেদিন বলা হয় নি, হাজারো কথার ভীরে।
তুমি হইতো সেদিন; পারোনি বুঝিতে মোর দুর্বিষহ শব্দের অর্থ,
আজি আর বুঝিয়ে কি লাভ বল? যত চেষ্টা মোর ব্যর্থ।


মনে পরে আজো; সেদিন ছিল চৈত্র মাস,
করিয়াছি প্রেমে-মোর সবই বিসর্জন, তবু বলিব—
তুমি মোর করিছো সর্বনাশ।