আজকে হঠাৎ নদীর ধারে
ছোট্ট নদীর বড় কিনারে,
নানাজাতের বৃক্ষের মাঝে
বট বৃক্ষাদির প্রচুর ভীরে।
একটি ডালে দুইটি টিয়ে
মুখোমুখি বসলো গিয়ে,
প্রেমের কথা কবে তারা
চোখে তে চোখ মিলিয়ে।
একটি টিয়ে বলে কথন—
অনেকটা প্রেমালাপের মতন!
"ওরে টিয়া কান্তা প্রিয়া,
হতে চাই তোর প্রেমী সুজন।"
কান্তা টিয়ে মুখ লুকিয়ে
অন্য ডালে বসলো গিয়ে,
মুহূর্তে সেই প্রেমী টিয়ে
ডাকছে তারে সুর তুলিয়ে।
"কান্তা টিয়ে লজ্জাবতী!
একটু করে মুখ উঁচিয়ে,
বলে ওরে প্রেমী টিয়ে—
সুমধুর সুর তোমার অতি।"
প্রেমের কথন চলতে-চলতে
দিন কেটে যাই প্রেমের খেলায়,
প্রেমের কথন শেষ হল না
সন্ধ্যাকালে, বিদায় বেলায়।