একটি চিঠি মিলতো তখন দিন-সপ্তাহ-মাস ঘুরে,
প্রত্যুত্তর আসবে কবে ভাবতে হতো প্রতি ভোরে।
                নানা সুখ দুঃখের 'পরে
                হয়ত চক্ষু অশ্রুতে ভরে!
অপেক্ষাতে থাকতো শুধু একটি চিঠি একটি পাতার,
প্রেম রবে সেই চিঠিতে হাজারো আলাপ চারিতার।
এই চিঠিতে ভালোবাসার জল উপচে পড়বে পাতাই,
যত্নে থাকবে শব্দলিপি হাজারো আলাপ-চারিতাই।


চিঠির দিবস আজ আর নেই প্রযুক্তিতে জব্দ সবাই,
নিতান্তই হচ্ছে তারা ডিজিটাল প্রেমে সচ্ছ জবাই।
                আখি জলে চোখ ভিজে না,
                অন্য জলে হয় দিওয়ানা!
ভালোবাসা এখন নামে, কাজে হয়ত পুতুল খেলা,
নিঃস্বার্থ প্রেম নেই, এইতো প্রত্যাবর্তনের নতুন ভেলা।