কত বৎসর যায় কেঁটে যায়
আমার বিনা দেখায়
একলা নিজে যন্ত্রণাতে মনের
মধ্যে মাদল বাঁজায়!
শিউলীর ঘ্রাণে কাশের বনে
শরৎ জুড়ে মাকে খুঁজা
মা আসছেন—দশভুজা,
শুরু আবার মায়ের পূজা।


আজ উৎসবের মুখরিত
এই সুদিনের ভরা প্লাবন
আমার যেনো ব্যাথা-বেদনায়
উড়ে বেড়ায় পবন!
আজ সাড়া সনাতন জুড়ে
দশভুজা পূজায় ঝরঝর
নিয়তির পরিহাসে বহুবছর
না দেখায় মন তরতর।
আকুল হৃদয় বিনীত-নিবেদনে
চাই দেখি দশভুজা
প্রতিটা বছর আসে ঘুরে মা;
আমি দেখি না মায়ের পূজা।