আজ বাদলে রিমঝিম
আমার দু'চোখ ঝিমঝিম,
         তার চলে যাওয়া টগবগ
         মুখে সেই চেনা বকবক।


একদিন এসেছে হৃদয়ে
অন্যত কিছুর বিদায়ে,
        চলে যাওয়া আজ অজান্তে
        অচেনা দূর কোন সীমান্তে।


দেয়নি বেহায়া'রে নিমন্ত্রণ
এসেছে নিজে করে ক্রন্দন,
         কিছু পাওয়া কিছু চাওয়া
         সব পিছু রেখে কেন যাওয়া?


রমণীর হৃদয় অমূল্য ধন
বুঝেছে কবে কোন জন,
        আমিও বুঝতে পারি নাই
        আজি তাই বিদায় জানাই।


শুরু থেকে শেষ আমিই জব্দ
কোনদিন করিনি টুক শব্দ,
         তার মনে কী যেন হলো উদয়
         বুঝতে অক্ষম রমণীর হৃদয়।


আজ বাদলে রিমঝিম
আমার দু'চোখ ঝিমঝিম,
         তার চলে যাওয়া টগবগ
         মুখে সেই চেনা বকবক।