যেখানে মিলেছে আনকোরা সব দুঃখ
না চাইতেও যেখানে মিলেছে প্রচুর ক্ষত!
আমি নির্লজ্জের মতো ক্ষমা করে চলছি...
হৃদয়ে আঘাত; তবুও এগোচ্ছি ক্রমাগত।


ললিত মনে যার হারিয়ে গিয়ে উঠে বিলাপ
পরিচিত জন হারিয়ে যাওয়ার যে যন্ত্রণা!
মুহুর্তেই যখন ভেসে উঠে চোখে চাতুরী দৃশ্য
বুঝে না অপরজন প্রেম নিবে নাকি সান্ত্বনা।


তোমার কাছে গিয়েছি মানে সুখ চেয়েছি সুখ;
বুঝেও যেনো বুঝলে নাতো, দিয়েছো অসুখ!
তোমার জন্যই হয়ে যাওয়া দ্যাখো—অকালপক্ব
তুমি প্রিয় তারও ঊর্ধ্বে; কষ্ট মাখালে খুব।


আজকে তবে কেন ভাবছো অতো তুমি?
ভালোবাসা তুমিই বিভাজিত করেছিলে প্রিয়!
যার জন্যে মুহুর্তে যন্ত্রণাতে ভরেছো এই বুকটা...
খণ্ডিত তোমার ভালোবাসা না-হয় তারে দিও।