মুয়াজ্জিন এর আযানের ধ্বনি
মসজিদে সবে কান পেতে শুনি,
কে আর খবর রাখে মহান আল্লাহতালার।
কিছু সময় নীরবতায় কাটিয়ে
শেষমেশ কলরব তুলি মাতিয়ে,
বলো মোরে কে আর বৃত্তান্ত খুঁজে স্রষ্টার?।
মানুষ জন্ম নিয়েছে স্রষ্টার সৃষ্টিতে
মরবে একদিন তা’রি করুণ দৃষ্টিতে,
তবু কেন বহু মানুষ আরাধনায় নেই তার।
এই পৃথিবীতে মানুষ আমি, জানি-
ভোগেতে নেই মোর কোন হানি।
অভয় পেয়েছি কি তবে জীবনে?
আজ মোর এই কথা লাগে তোমার যথাতথা,
একদিন আসবে স্মরণে, ঢলবে যেদিন মরণে।